FAQ

Frequently Asked Questions

IIRT Arabic Intensive কোর্স কাদের জন্য?

যারা ইসলামিক জ্ঞানার্জনের জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। কুরআনের ভাষা আরবি শেখার মাধ্যমে মজবুত ভিত্তি গড়ে উঠবে যা পরিপূর্ণভাবে ইসলামের মৌলিক জ্ঞানার্জনের জন্য সহায়াক হবে।

এ কোর্স শুরু করার জন্য কতটুকু আরবি ভাষার জ্ঞান থাকতে হবে?

আরবি অক্ষরসমূহ চিহ্নিত করতে পারার জ্ঞান’ই যথেষ্ট কোর্স শুরু করার জন্য।

IIRT Arabic Intensive কোর্স সম্পন্ন করতে কত সময় লাগবে?

কোর্সে সর্বমোট ৪টি টার্ম। প্রতি টার্ম ৬ মাস করে। সে হিসাবে কোর্স সম্পন্ন করতে  ২ বছর  সময় লাগবে।

কোর্সে কি কি পড়ান হবে অর্থাৎ কোর্সের কারিকুলাম কি?

পাঠ্যক্রম সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে

কোর্সের প্রতি টার্মে কি কি থাকবে সে বিষয়ে কি কোন ধারনা দেয়া যাবে?
মডিউল পরীক্ষা ১৫%
মিড-টার্ম পরীক্ষা ৩০%
টার্ম-ফাইনাল পরীক্ষা ৪০%
মডিউল অ্যাসাইনমেণ্ট ৫%
কোর্স অ্যাসাইনমেণ্ট ১০%
পাশ নম্বর ৬০%
কোর্সটি কোথায় হবে?

এটি অনলাইন ভিত্তিক কোর্স। সম্পূর্ণ কোর্সটি ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হবে। বিশ্বের যেকোন প্রান্ত থেকে যে কেউ কোর্সে অংশগ্রহণ করতে পারবে।

Assignment, Module test, Final exam এগুলোর জন্য আপনাদের কি কোন ভার্চুয়াল ক্লাসরুম সিস্টেম থাকবে?

জ্বি, ভার্চুয়াল ক্লাসরুম ফ্যাসিলিটি থাকবে, ইনশা আল্লাহ। শিক্ষার্থীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে লগ ইন করে পরীক্ষা, অ্যাসাইনমেণ্ট সহ কোর্স সম্পর্কিত সকল বিষয়াবলী সেখানে পাবে।

IIRT Arabic Intensive কোর্স সম্পন্ন করার পর আমার আরবি ভাষার জ্ঞান কোন পর্যায়ে পৌছবে?

সফলভাবে ২ বছরের কোর্স সম্পন্ন করলে আরবি পড়া, লেখা এবং শোনা’র দক্ষতা এমন পর্যায়ে পৌছবে যেখানে থেকে শিক্ষার্থী একাই নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন, ইনশা আল্লাহ।

স্কলারশিপ পাওয়ার কি কোন সুযোগ রয়েছে?

স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে

Live এবং Self-placed ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছিলাম?

ব্যাচ সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে

কোর্সটি করার জন্য কি কি প্রয়োজন হবে?

- আন্ড্রয়েড মোবাইল/ট্যাব/ল্যাপটপ/ডেস্কটপ।

- লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে ভালো ডাউনলোড ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট কানেকশন।

আমার ইন্টারনেট কানেশন স্লো, আমি কি করতে পারি?

আপনি Self-placed ব্যাচে ইনরোল করতে পারেন। Self-placed ব্যাচে প্রদত্ত ভিডিওগুলো ডাউনলোড করে দেখতে পারবেন।

মোবাইল থেকে কি ক্লাস করা যাবে?

আন্ড্রয়েড মোবাইল থেকে কোর্সের সকল কার্যক্রমে অংশগ্রহনের সুযোগ রয়েছে। তবে ভালো লার্নিং এক্সপেরিয়েন্সের জন্য ল্যাপটপ/কম্পিউটার বা ট্যাবলেট (ট্যাব) থাকলে উত্তম হবে।

সপ্তাহে কোন কোন দিনে কখন ক্লাস হবে?

ক্লাসের সময় সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে

রেজিস্ট্রেশন এবং নিবন্ধন সম্পন্ন করতে আমাকে কি করতে হবে?

রেজিস্ট্রেশন এবং নিবন্ধন সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে