Webinar

Registration: https://us02web.zoom.us/meeting/register/tZMlcO-pqzwiE9bTiaRBiOzmiO2Ydux-mSwk

Webinar | আরবি ভাষা শিক্ষাঃ গুরুত্ব ও প্রয়োজনীয়তা


মুসলিম হিসাবে আত্মপ্রকাশের সাথে সাথে একজন মানুষের কাজের তালিকাতে কিছু কাজ সংযুক্ত হয়ে যায় –

১. সৃষ্টিকর্তা হতে প্রেরিত জীবন নির্দেশিকা কুরআনকে জানা।
২. সৃষ্টিকর্তার ইবাদাতের জন্য প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করা।
৩. সৃষ্টিকর্তা হতে প্রেরিত শেষ নবী মুহাম্মাদ (সঃ) এর শিক্ষাসমূহ (যা হাদিস হিসাবে পরিচিত) জেনে জীবনে প্রতিফলন করা।

এ সকল কাজের মধ্য দিয়ে হাঁটার পথে প্রশ্ন দাড়িয়ে যায় – এ প্রতিটি বিষয়ের সাথেতো আরবি ভাষার সম্পৃক্ততা?

প্রশ্নের উত্তরে একদিকে প্রতিক্রিয়া – আরবি ভাষা না জেনেও এ কাজগুলো সম্পন্ন করা যায়। আরবি ভাষা যে জানতেই হবে এমনতো নয়?

অন্যদিকে প্রতিক্রিয়া – ব্যাপারটা সম্পন্ন হওয়ার সাথে সম্পৃক্ত না। বরং নৈপুণ্যতার সাথে সম্পৃক্ত। আপনি স্রস্টার নির্দেশ মানার জন্য কতখানি আন্তরিক, তার সাথে সম্পৃক্ত।

এ অভিমতসমূহের মধ্যে একজন মুসলিমের জন্য সঠিক অবস্থান কোনটি – তা নিয়েই আয়োজিত ওয়েবিনারের আলোচনা। একইসাথে এখানে “আরবি ভাষা শিক্ষা” একজন মুসলিমের দায়িত্বের কতখানি এবং এর সাথে সম্পৃক্ত গুরুত্বের দিকসমূহ তুলে ধরা হবে, ইনশা আল্লাহ।

Date: July 02, 2021 (Friday)
Time: 7.30 PM – 8.30 PM
Venue: Zoom (registration required)
Speaker: Sheikh Salahuddin Makki

Registration: https://us02web.zoom.us/meeting/register/tZMlcO-pqzwiE9bTiaRBiOzmiO2Ydux-mSwk